নগরীর উত্তর হালিশহর আব্বাস পাড়াস্থ বক্কল ফকিরের মাজার প্রাঙ্গনে গত বুধবার হযরত নজির আহমদ প্রকাশ বক্কল ফকির আমিরীর (রহ.) বার্ষিক উরশ শাহ্সুফি আল্লামা সৈয়দ মুহাম্মদ শামুন রশিদ শাহ আমিরীর (মা.জি.আ.) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা হিসেবে তাকরির করেন আল্লামা মাহবুবুর হক নুরে বাংলা আল কাদেরী ও আব্বাসপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুফতি সাদ্দাম হোসাইন আল কাদেরী প্রমুখ। এতে বহু আলেম, উলামা, পীর মাশায়েখ আশেক ভক্তগণ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্য দিতে গিয়ে শাহ্সুফি আল্লামা সৈয়দ মুহাম্মদ শামুন রশিদ শাহ আমিরী (মা.জি.আ.) বলেন, মানব জাতির কালজয়ী আদর্শ হিসেবে ইসলামকে দ্বীন রুপে মনোনীত করেছেন। যুগে যুগে আল্লাহর মনোনীত নবী রাসুলগণ দ্বীনের সু–মহান বাণী সর্বত্র প্রচার করেছেন, পরবর্তীতে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবঈ তাবিঈন, বুজুর্গানে দ্বীন, আউলিয়ায়ে কামিলীনের নিরলস ত্যাগ ও সাধনার বদৌলতে ইসলামের সুবিশাল ইমারত বিনির্মিত। ফলশ্রুতিতে তাঁরা আজ মর্যাদার উচ্চাসনে অধিষ্ঠিত।
মুসলিম মিল্লাতের কাছে তাঁদের শ্রদ্ধার সাথে স্বরণীয়, তাঁদের জীবনাদর্শ অনুসরণীয় এবং অনুকরণীয়। পরিশেষে দ্বীন ও জাতির কল্যাণে মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।