কাপ্তাই রোডের প্রশস্তকরণ কাজ প্রসঙ্গে

| শনিবার , ২ আগস্ট, ২০২৫ at ১১:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের উত্তরে যে কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে কাপ্তাই রোড তার মধ্যে অন্যতম। রাস্তাটিতে গাড়ি চলাচল অত্যাধিক বেড়ে যাওয়ার কারণে সরকার তা প্রশস্তকরণ কাজ হাতে নিয়েছে। সরকারকে সেজন্য ধন্যবাদ জানাই। কিন্তু রাস্তার প্রশস্তকরণ কাজে দেখা যাচ্ছে বিভিন্ন অনিয়ম। রাস্তার এক পাশের কাজ শেষ করে অন্য পাশ বা ১০০ গজ ২০০ গজ করে দুপাশের কাজ না করে একপাশে কিছু করে আবার কতটুকু গিয়ে অন্যপাশে আর কিছু কাজ করছে। ঠিকমত মাটি বালি দিয়ে ভরাট করছে না। এভাবে গর্ত করে ফেলে রেখে জনগণকে কষ্ট দিয়ে উন্নয়নের কাজ করার কোনো যুক্তি আছে বলে মনে করি না। এমতাবাস্তায় যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আবদুল্লাহ আল আজাদ

পূর্ব শিকারপুর, হাটহাজারী, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধআলেকজান্ডার গ্রাহাম বেল: টেলিফোন আবিষ্কারক
পরবর্তী নিবন্ধপালাবদলের গান গেয়েই যাই