হাটহাজারী মাদ্রাসা পরিদর্শনে বিএনপির কেন্দ্রীয় নেতারা

আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সবার পরামর্শ নিয়ে কাজ করবে বিএনপি : নজরুল

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২ আগস্ট, ২০২৫ at ১০:৫৮ পূর্বাহ্ণ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হাটহাজারী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা পরিদর্শন করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ।

তারা গতকাল শুক্রবার দুপুরে হাটহাজারী মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের সাবেক আমীর মাওলানা শাহ আহমদ শফী ও মাওলানা মুহাম্মদ জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন। এরপর তারা মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন এবং মাদ্রাসার বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। এসময় সদরে মোহতামিম ও শায়খুল হাদিস আল্লামা শেখ আহমদ, মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজত ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি খলিল আহমদ কাসেমী, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, হেফাজতের মূল নেতৃত্ব এখানে এই মাদ্রাসায়। বিগত আন্দোলনগুলোতে তাদের অবদান অনেক। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপির নেতৃত্বে বিরোধী দলগুলো প্রায় ১৬ বছর ধরে এই আন্দোলন চালিয়ে গেছে। সবচেয়ে বেশি শহীদ, বিচারবহির্ভূত হত্যা ও হামলামামলার শিকার বিএনপি। কিন্তু বিএনপি সবাইকে সাথে নিয়ে এ লড়াই সংগ্রাম চালিয়ে গেছে। জুলাইআগস্ট গণঅভ্যুত্থানে যারা যুক্ত ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। সেই আন্দোলনে আপনাদের যে অংশগ্রহণ ছিল, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধেজালেম সরকারের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছিলেন সেটার জন্য আপনাদের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বলেন, আমরা জানি গত ফ্যাসিবাদী সরকারের আমলে আলেম সমাজ বারবার নির্যাতিত হয়েছে, ২০১৩ সালে শাপলা হত্যাকাণ্ডের কথা জানি। সেদিন যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন তাদের আকাঙ্ক্ষা যেন আমরা পূরণ করতে পারি সেজন্য মাদ্রাসার দায়িত্বশীলদের কাছে দোয়া চেয়েছি। আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সবার পরামর্শ নিয়েই বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করবে।

বিডিনিউজ জানায়, সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো কারণ তিনি দেখছেন না। নির্বাচন নাও হতে পারেএমন দুশ্চিন্তার কারণ নেই মন্তব্য করে তিনি বলেন, আমরা অপেক্ষা করছি, সরকার এ ব্যাপারে শিগগিরই তাদের সুস্পষ্ট বক্তব্য নিয়ে আসবে এবং নির্বাচন কমিশনকে সে অনুযায়ী পরামর্শ দেবে।

নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক ব্যবস্থা এবং একটি গণতান্ত্রিক সরকার যদি প্রতিষ্ঠা করা না যায়, তাহলে অভ্যুত্থানের শহীদ আর নিপীড়িত মানুষের আকাক্সক্ষা অপূর্ণ থেকে যাবে বলে মন্তব্য করেন নজরুল। তিনি বলেন, সেজন্য আমরা আশা করি, গণতন্ত্র প্রতিষ্ঠার কার্যক্রমটা দ্রুততর হবে। নির্বাচন, গণতন্ত্র প্রতিষ্ঠা সবকিছুই মানুষের জন্য, জনগণের কল্যাণের জন্য।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদের খসড়া জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল। জুলাই সনদের যেসব সুপারিশ ঐক্যমতের ভিত্তিতে সবাই গ্রহণ করেছে, সেগুলো যুক্ত করে সনদ চূড়ান্ত হবে। এ সনদে যেসব সুপারিশ থাকবে সেগুলো দুই বছরের মধ্যে বাস্তবায়ন করবে বলে সব রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিয়েছে। তিনি বলেন, ঐক্যমত্য কমিশন এ ব্যাপারে অঙ্গীকার ও প্রতিশ্রুতি চেয়েছিল। আমরা সেটা করেছি। এটা বাস্তবায়নের জন্য সংবিধান, আইন ও বিধিবিধানের যেসব সংশোধনী প্রয়োজন হবে, সেগুলো আমরা করব বলে প্রতিশ্রুতি দিয়েছি।

ঐক্যমত্য কমিশনের সংস্কারের ৮২৬টি প্রস্তাবের মধ্যে ৫১টি বাদে বাকি সবগুলোতে বিএনপি একমত হয়েছে। ১১৫টি প্রস্তাবে ভিন্নমত দিয়েছে বলে জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন। পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো সুস্পষ্ট ঘোষণা পাননি বলেও তিনি দাবি করেন।

হাটহাজারী মাদ্রাসা মসজিদে জুমা নামাজ আদায় শেষে বিএনপি নেতৃবৃন্দ ফটিকছড়ি বাবু নগর আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হন।

পূর্ববর্তী নিবন্ধ১৫ শতাংশ শুল্ক কমানো অন্তর্বর্তী সরকারের আরেকটি সফলতা : আসিফ নজরুল
পরবর্তী নিবন্ধ৭৮৬