লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ৪ জনের বিরুদ্ধে মামলা

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ২ আগস্ট, ২০২৫ at ১০:৪৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৪ জনকে আসামি করে থানায় মামলা রুজু করা হয়েছে। গত বুধবার রাতে চুনতি পুলিশ ফাঁড়ির এসআই এএফএম জিয়াউল হুদা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

আসামিরা হলেন উপজেলার চুনতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পানত্রিশা এলাকার ঠান্ডা মিয়ার পুত্র মো. মহিউদ্দিন (৩০), একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চান্দা এলাকার মৃত ইব্রাহিমের পুত্র মোহাম্মদ মাহাদু (৩৫), উপজেলার আধুনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোস্তাক হাজীর পাড়ার আলী আহম্মদের পুত্র বাহার উদ্দিন (৩২) ও একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর হরিণা এলাকার মো. জিসান (২৬)

মামলার এজাহার সূত্রে জানা যায়, একইদিন বিকেলে উপজেলার চুনতি ইউনিয়নের দক্ষিণ চান্দা বড়ুয়া যাদীর পাহাড়ের পশ্চিম পার্শ্বে চান্দা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। জানা যায়, আসামিরা দীর্ঘদিন যাবত উক্ত স্থান থেকে সনাতন পদ্ধতিতে বিভিন্ন শ্রমিক দিয়ে বালু উত্তোলনের ডাম্পট্রাক ভর্তি করে পরিবহন ও বিপণন করে আসছে। এ সময় ঘটনাস্থল থেকে বালু ভর্তি ২টি ডাম্পট্রাক জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, অবৈধভাবে বালু উত্তোলন করায় আসামিদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনতে পুলিশি অভিযান চলমান রয়েছে। জব্দকৃত বালুবাহী ডাম্পট্রাকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধকাপ্তাই-রাঙামাটি সড়কের দেপ্পোয়াছড়িতে ভাঙন