খাগড়াছড়িতে তক্ষক পাচারকালে আটক ৪

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১ আগস্ট, ২০২৫ at ১০:৪২ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে তক্ষক পাচারকালে ৪ জনকে আটক করেছে খাগড়াছড়ি বন বিভাগ। গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়। আদালতের নির্দেশে তক্ষকটি খাগড়াছড়ি বিভাগীয় বন কার্যালয় সংলগ্ন সবুজ বনে অবমুক্ত করা হয়। বন বিভাগ জানায়, মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি বন বিভাগের আওতাধীন রামগড় রেঞ্জ এলাকার ২৩ বিজিবি বৈদ্যপাড়া ক্যাম্পের সামনে থেকে বিজিবি সদস্যদের সহযোগিতায় রামগড় রেঞ্জ কর্তৃক পাচারকালে একটি তক্ষকসহ চারজন আসামি আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেনরামগড়ের মো. আলী আজম (রাকিব), ব্রাক্ষণবাড়িয়ার মো. ইমরানুল ইসলাম, মুন্সীগঞ্জের মো. রুবেল মোল্লা, মো. রাসেল সরকার। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে তক্ষকটি বনে অবমুক্ত করা হয়।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, বৃহস্পতিবার তক্ষকসহ ৪জন আসামিকে খাগড়াছড়ি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত উদ্ধারকৃত তক্ষক টিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার নির্দেশ প্রদান করেন। গ্রেফতারকৃতদের আদালত জেল হাজতে প্রেরণ করে। যে তক্ষক আমরা উদ্ধার করেছি সেটি সচারাচর দেখা যায় না। বিরল প্রজাতির। তিনি আরো বলেন, ২০১২ সালে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে তক্ষক সংরক্ষিত প্রাণী।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে চা বাগানে বিচরণ করছে বন্য হাতির পাল, আতঙ্ক
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে বলপ্রয়োগ হলেও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়নি : সেনা সদর