চট্টগ্রাম–কক্সবাজার রুটে চলাচল করা দুই ট্রেনের সময়সূচি পরিবর্তন হয়েছে। আগামী ১০ আগস্ট থেকে এই সময়সূচি কার্যকর হবে।
চট্টগ্রাম–কক্সবাজার রুটে চলাচল করা সৈকত এক্সপ্রেস (৮২১ নম্বর ট্রেন) ও প্রবাল এক্সপ্রেসের (৮২২ নম্বর ট্রেন) সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে। নতুন সময়সূচি অনুযায়ী সৈকত এক্সপ্রেস চট্টগ্রাম ছেড়ে যাবে ভোর ৫টা ৫০ মিনিটে। আর কক্সবাজার থেকে প্রবাল এক্সপ্রেস ছেড়ে আসবে সকাল ১০টায়। গত মঙ্গলবার রেলওয়ের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে আরও বলা হয়, যাত্রীদের চাহিদা ও সময়ানুবর্তিতা রক্ষায় সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনার জন্য কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস এবং চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
জানা গেছে, সৈকত এক্সপ্রেস বর্তমানে সকাল সোয়া ৬টায় কক্সবাজার স্টেশনের উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যায়। অন্যদিকে প্রবাল এক্সপ্রেস বর্তমানে চট্টগ্রামের উদ্দেশে সকাল ১০টা ২০ মিনিটে কক্সবাজার স্টেশন ছাড়ে। আগামী ১০ আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী, সৈকত এক্সপ্রেস ভোর ৫টা ৫০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে চট্টগ্রাম ছাড়বে এবং প্রবাল এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে সকাল ১০টায় কক্সবাজার ছেড়ে আসবে।
উল্লেখ্য, পর্যটন নগরী কক্সবাজারে সর্ব প্রথম ট্রেন চলাচল শুরু হয় ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে। ২০২৩ সালের ১ ডিসেম্বর ঢাকা থেকে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামে আন্তঃনগর বিরতিহীন যাত্রীবাহী ট্রেনটি চলাচল শুরু করে। এরপর ২০২৪ সালের জানুয়ারিতে ঢাকা–কক্সবাজার রুটে অপর আন্তঃনগর বিরতিহীন যাত্রীবাহী ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’ চলাচল শুরু হয়। কিন্তু চট্টগ্রাম থেকে কোনো আন্তঃনগর ট্রেন না দেওয়ায় চট্টগ্রামবাসী ক্ষোভ প্রকাশ করেন। তারা বিভিন্ন ভাবে আন্দোলন–প্রতিবাদ করেন এবং রেলভবনে আবেদন করেন। এর প্রেক্ষিতে ২০২৪ সালের ৮ এপ্রিল চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে দুটি বিশেষ ট্রেন চালু করা হয়। পরে ওই বছরের ৩০ মে ইঞ্জিন ও কোচের সংকট দেখিয়ে এই বিশেষ ট্রেন দুটি বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের চাপে গত বছরের ১২ জুন চট্টগ্রাম–কক্সবাজার রুটে স্থায়ী ভাবে দুটি আন্তঃনগর ট্রেন সৈকত এক্সপ্রেস এবং প্রবাল এক্সপ্রেস চালু করে রেল কর্তৃপক্ষ।
সৈকত এক্সপ্রেস ট্রেনটি যাত্রী ওঠানামার জন্য ষোলশহর, জানালী হাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজরা ও রামু স্টেশনে থামে।
আর প্রবাল এক্সপ্রেস যাত্রাপথে থামবে ষোলশহর, গোমদন্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলহাজারা, ইসলামাবাদ ও রামু স্টেশনে।