নগর পুলিশের তিন থানায় ওসি পদে রদবদল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ at ৭:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। গতকাল বুধবার সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদলের বিষয়টি জানানো হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ গতকাল বুধবার থেকে কার্যকর হবে বলে জানিয়েছে সিএমপি। অফিস আদেশ অনুযায়ী, চকবাজার থানার বর্তমান ওসি মো. জাহেদুল কবিরকে বদলি করে পাঠানো হয়েছে চান্দগাঁও থানায়। এদিকে বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনকে পদায়ন করা হয়েছে চকবাজার থানায়। অপরদিকে, চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিনকে বদলি করে পাঠানো হয়েছে বন্দর থানায়। পুলিশ কমিশনারের স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

পূর্ববর্তী নিবন্ধপাহাড় কাটায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা অর্থদণ্ড
পরবর্তী নিবন্ধরাশিয়ায় ইতিহাসের ষষ্ঠ তীব্রতম ভূমিকম্প, মাত্রা ৮.৮