সিএসইতে লেনদেন ৬.৫৬ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২৯ জুলাই, ২০২৫ at ৬:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছ ৬.৫৬ কোটি টাকা। ২,৫২০ টি লেনদেনের মাধ্যমে মোট ৩৫.১৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৯.৯৭ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৯২৪.২৪ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১.৯৬ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৫৬.৪৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.৪৮ পয়েন্ট কমেছে, যা হলো ৯৪১.৫৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৯৬২.৯৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭২১,৮৯৪.৯২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৮,২৯৯.৬১ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৭ টির, দাম কমেছে ১০৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩২ টির।

পূর্ববর্তী নিবন্ধচার দশকের উদযাপন এবার কানাডায়
পরবর্তী নিবন্ধঅস্ত্রবিরতিতে সম্মত থাইল্যান্ড-কম্বোডিয়া