ভোট সামনে রেখে আইনশৃঙ্খলার সমন্বয়ে জোর প্রধান উপদেষ্টার

| মঙ্গলবার , ২৯ জুলাই, ২০২৫ at ৫:২৭ পূর্বাহ্ণ

ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি জোরদারে সেনাবাহিনী, পুলিশ বাহিনী এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ‘সমন্বয় বাড়ানোর তাগিদ এসেছে’ প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বৈঠক থেকে। গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাচনি প্রস্তুতি সংক্রান্ত দুই ঘণ্টার বৈঠক শেষে এ কথা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে আলোচনার বিষয় তুলে ধরতে পর ফরেন সার্ভিস একাডেমিতে এসে প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, সামনে ইলেকশন আসছে। নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলাপরিস্থিতি রিভিউ হয়েছে এবং নির্বাচনের প্রস্তুতি কী সে অনুযায়ী সেটার রিভিউ হয়েছে।

গতকাল সোমবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র) খোদা বখস চৌধুরী, মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ, পুলিশের মহপরিদর্শক বাহারুল আলম, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, সশস্ত্রবাহিনী বিভাগের পিএসও লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান উপস্থিত ছিলেন।

শফিকুল আলম বলেন, দুই ঘণ্টার ওই মিটিং অনেক গুরুত্বপূর্ণ ছিল। অনেক বিষয়ে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্তও হয়েছে। যে নির্বাচন আসছে সেজন্য আরও কি কি করতে পারি সেটা কথা হয়েছে। আর্মি, পুলিশ ও মাঠ পর্যায়ের মধ্যে সমন্বয় বাড়ানোর কথা জোর দিয়ে বলা হয়েছে। জাতীয় ও স্থানীয় লেভেলে দ্রুততার সাথে কোঅর্ডিনেশন বাড়ানোর জন্য বলা হয়েছে। নির্বাচনের আগে পুলিশের প্রস্তুতিও বাড়ানোর কথা বলা হয়েছে বলে জানিয়েছেন শফিকুল আলম।

অপতথ্য রোধ নিয়ে আলোচনার বিষয়ে তিনি বলেন, ন্যাশনাল ইনফরমেশন সেন্টারে অপতথ্য রোধের বিষয়ে আলোচনা হয়েছে। খুব দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি আপডেট করার নির্দেশনা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভোটের আগে প্রশাসনে রদবদল আসবে, প্রশিক্ষণ পাবে দেড় লাখ পুলিশ : প্রেস সচিব
পরবর্তী নিবন্ধএস আলমের গ্রুপের চেয়ারম্যানসহ ১১ জনকে আদালতের শোকজ