লোহাগাড়ায় সশস্ত্র সন্ত্রাসী আটক, তিনটি একনলা বন্দুক উদ্ধার

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ২৮ জুলাই, ২০২৫ at ১১:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সন্ত্রাসী (তৌহিদ গ্রুপের) নুরুল আমিন (৩০) নামের একজনকে ০৩টি একনলা বন্দুকসহ আটক করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) ভোর ৫টার সময় লোহাগাড়া উপজেলাধীন বড়হাতিয়া ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের চাকফিরানী আশ্রায়ন প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নুরুল আমিন উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড চাকফিরানি এলাকার খলিলুর রহমানের পুত্র এবং সশস্ত্র ডাকাত বাহিনী তৌহিদ গ্রুপের সক্রিয় সদস্য।

পরিত্যক্ত টিনের ঘরে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ডাকাত তৌহিদ গ্রুপের নিজস্ব বাহিনী কর্তৃক অস্ত্র ও ডাকাতি সরঞ্জামাদি মজুদ রেখেছে; সেনাবাহিনীর এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লোহাগাড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার কবির রুপকের নেতৃত্বে রাত্রিকালীন টহল চলাকালীন তৌহিদ গ্রুপের সদস্য নুরুল আমিন উক্ত পরিত্যক্ত টিনের ঘরের সামনে পাহাড়া দেওয়ার সময় সেনাবাহিনীর টহল টিমের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে টহল টিম ধাওয়া করে তাকে আটক করে।

পরবর্তীতে ধৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে উক্ত ঘর তল্লাশি পূর্বক ০৩ টি একনলা বন্দুক, ০৮ রাউন্ড কার্তুজ, ০৪ টি রামদা উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সেনাবাহিনী কতৃক ধৃত সশস্ত্র একজন সন্ত্রাসী লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ধৃত আসামীকে আদালতে প্রেরন করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধকিডনি রোগ এবং এর চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে
পরবর্তী নিবন্ধশাহ আমানতে ২২ লাখ টাকার দেশি-বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক