রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ২৮ জুলাই, ২০২৫ at ৫:১৭ পূর্বাহ্ণ

ভুল

এক ঘটনা শেষ না হতেই

অন্য একটা ঘটে

একটি কথা একান ওকান

হাজার কানে রটে।

দু চোখ মেলে সব দেখি আজ

দু কান পেতে শুনি,

সব ঘটনার রঙিন চারা

বুকের ভেতর বুনি।

বুনতে থাকি, গুনতে থাকি

এই গণনার কূল নেই

ভুল থাকলেও যায় না বলা

কারণ তাদের ভুল নেই।

পূর্ববর্তী নিবন্ধশহীদ পরিবার ও আহত যোদ্ধাদের জন্য চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল ক্যাম্প
পরবর্তী নিবন্ধসৌন্দর্য