রসুলবাগ আবাসিকে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

| সোমবার , ২৮ জুলাই, ২০২৫ at ৫:১৩ পূর্বাহ্ণ

পশ্চিম বাকলিয়া ১৭ নম্বর ওয়ার্ডের রসুলবাগ আবাসিক এলাকা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ২৬ জুলাই নিউ সান পাবলিক স্কুল মিলনায়তনে বাকলিয়া থানা কর্তৃপক্ষের সাথে এলাকার শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমাজ কল্যাণ পরিষদের সভাপতি শেখ আসাদ উল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নছরুল্লাহ করিম চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিএমপি চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নুরে আল মাহমুদ ও মুখ্য আলোচক ছিলেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা – (তদন্ত) মোজাম্মেল হক। এলাকাবাসীর পক্ষ থেকে প্রধান অতিথি ও মুখ্য আলোচকের কাছে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিদ্যমান সমস্যা ও প্রেক্ষাপট এবং সমাধানের প্রস্তাব ও দাবি সমন্বিত স্মারকলিপি প্রদান করা হয়।

প্রধান অতিথি মো. নূরে আল মাহমুদ রসুলবাগ আবাসিক এলাকাকে একটি মডেল এলাকা হিসাবে স্বীকৃতি দেন। তিনি এলাকাবাসীর চিহ্নিত করা সকল সমস্যার প্রতিকারে অগ্রাধিকার ভিত্তিতে জরুরি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই সাথে তিনি উল্লেখ করেন যে প্রশাসনের একার পক্ষে সকল সমস্যার সমাধান সম্ভব নয়, তাই সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। মাদক এবং কিশোর গ্যাং সংস্কৃতি প্রতিহত করার জন্য অভিভাবক এবং এলাকাবাসীকে কাউন্সিলিংয়ের উপর জোর দেন তিনি। মুখ্য আলোচক মোজাম্মেল হক আশ্বস্ত করে বলেন, এলাকার যেকোনো সমস্যার সমাধানে প্রশাসন সর্বোচ্চ অগ্রাধিকার দিবে এবং দ্রুত পদক্ষেপ নিবে। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি এ এস এম এয়াকুব ও বায়তুল মামুর জামে মসজিদের সভাপতি প্রফেসর মো. নুরুন্নবী। এ সময় আরো উপস্থিত ছিলেন ফরিদুল আলম লিটন, মো. মোশারফ হুসাইন, নিজাম উদ্দিন মনি, মো. হাবিবুল ইসলাম মামুন, একরামুল হক চৌধুরী মিল্টন, ইসমাইল হোসেন লেদু, মো. শোয়েব আখতার কামাল, মোহাম্মদ সেকান্দর, সুলতান মোহাম্মদ ইয়াছিন, আব্দুল ওয়াজেদ জাহেদ, শফিউল বশর সাজু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ
পরবর্তী নিবন্ধজেলা রোভার স্কাউটসের জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন