মীরসরাইয়ে প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ডপ্রাপ্ত ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ২৬ জুলাই জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠানে এই সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্কাউট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন। ইউনিট লিডার সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম, মহাজনহাট ফজলুর রহমান স্কুলের প্রধান শিক্ষক লাল বাহদুর শর্মা, বাংলাদেশ স্কাউট মীরসরাই উপজেলার সাধারণ সম্পাদক দিদারুল আলম, স্কাউট কমিশনার হৃদয় রঞ্জন দে, উপজেলা কাব লিডার ক্ষুদিরাম দাস, উপজেলা উডব্যাজার শিখা রানী নাথ, মহাজনহাট ফজলুর রহমান স্কুলের স্কাউট লিডার নিজাম উদ্দিন, লিডার নিতাই দাশ, টুইংকেল বড়ুয়া, রাজিব মজুমদার, ইকবাল হোসেন প্রমুখ।সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন সেমন্তি সরকার, ইসরাত জাহান আলভী, উম্মে সাদিকা সাফা, তাসনিমুর রহমান আফিফ, আইমানুর রহমান, তাজরিয়ান জামান ভূঁইয়া, লামিয়া ইসলাম। তাদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার বলেন, বিদ্যালয়ের গৌরব হিসেবে বিভিন্ন বছরের প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডপ্রাপ্তদের সম্মান জানাতেই এ আয়োজন।