নৃত্য, গান ও আলোচনা সভার মাধ্যমে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে গত শনিবার অনুষ্ঠিত হল দেবী সরস্বতী সঙ্গীতালয়ের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলনমেলা। অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজসেবক মতিলাল দেওয়ানজী।
সরস্বতী সঙ্গীতালয়ের পরিচালক সুজন দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন আশীষ কুমার বণিক। এ সময় একাডেমির পরিচয় তুলে ধরেন একাডেমির শিক্ষার্থী পূর্ণা দত্ত। অনুষ্ঠানে সকল শিক্ষক ও যন্ত্রশিল্পীদের সম্মাননা প্রদান করা হয় এবং শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়।
শিক্ষার্থীদেরদের অংশগ্রহণে একক সংগীত, দলীয় সংগীত, দ্বৈত সংগীত ও দলীয় নৃত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। পুরো আয়োজনে উপস্থাপনা করেন রমিতা ভৌমিক, নন্দিনী বিশ্বাস ও সতীশ দাশ। প্রেস বিজ্ঞপ্তি।