অমাবস্যার প্রভাবে হালদা নদীর বর্ধিত জোয়ারের পানি পার্শ্ববর্তী ইউনিয়ন সমূহের গ্রাম গুলোতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নদীর পানির তীব্র স্রোতে ধসে যাচ্ছে রাস্তাঘাট। কৃষকদের সৃষ্ট বীজতলা পাঁচ ফুট পানির নিচে তলিয়ে গেছে। বাড়ি ঘরে পানি প্রবেশ করায় অনেক ঘরে রান্নার চুলা জ্বালানো সম্ভব হচ্ছে না। দোকানপাটে চলছে না কেনাবেচা ।
এমন অবস্থার মধ্যে রয়েছে হালদা পাড়ের ইউনিয়ন নোয়াপাড়া, উরকিরচর, বিনাজুরী, পশ্চিম গুজরা। এসব ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তাঘাট তিন থেকে চার ফুট পানিতে তলিয়ে গেছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, রাস্তার উপর দিয়ে পানি গড়িয়ে পড়ায় কমবেশি সব সড়ক বিধ্বস্ত হয়ে পড়ছে। অনেক বাড়ি ঘরে পানি প্রবেশ করায় রান্নার কাজ করা যাচ্ছে না। হাটহাজারী এলাকার মদুনাঘাট বাজার হাঁটুপানিতে ডুবে আছে। স্থানীয় ব্যবসায়ী মহিউদ্দিন চৌধুরী বলেছেন, জোয়ারের বর্ধিত পানি বাজারের বেশির ভাগ দোকানে প্রবেশ করায় মালামাল নষ্ট হয়ে গেছে। উরকিচরের বাসিন্দা আবুল কাসেম হিরু বলেছেন গত দুদিন থেকে পাড়ার অনেকের ঘরে চুলা জ্বলছে না। বসতবাড়ি, দোকানপাট সবখানে হাঁটুপানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। ডুবে আছে সব রাস্তাঘাট।