চকরিয়ায় বজ্রপাতে মিজবাহ উদ্দিন (১৬) নামের এক রাখাল কিশোর নিহত হয়েছে। নিহত মিজবাহ উপজেলার খুটাখালী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের উত্তর ফুলছড়ি খাসঘোনা গ্রামের আবুল কাসেমের ছেলে। গতকাল রবিবার সকালে তলীয়াঘোনা পেটবারা নামক এলাকায় এই বজ্রপাতে নিহতের ঘটনা ঘটে।
রাখাল কিশোর মিজবাহ মহিষ চরানোর সময় বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ওই ওয়ার্ডের সাবেক মেম্বার ওয়াসিম আকরাম।