জামায়াতে ইসলামী মহানগরী সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী বলেছেন, বৃক্ষরোপণ কর্মসূচি হল পরিবেশ সুরক্ষার জন্য গাছ লাগানোর একটি পরিকল্পিত কার্যক্রম। এতে ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করা হয়। তিনি আরো বলেন, বৃক্ষ মানুষের জন্য অক্সিজেন সরবরাহ করে, যা স্বাস্থ্যের জন্য উপকারী। এছাড়াও, ফলদ গাছ থেকে ফল পাওয়া যায় এবং কাঠও পাওয়া যায়। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি সফল কারার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি জামায়াতে ইসলামী বাগমনিরাম ওয়ার্ডের বৃক্ষ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এতে
উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, চকবাজার থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, আবদুল রহমান, তাউসিফ সুলতান রাফি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।