চট্টগ্রামে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে বিশেষ শপথ

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৭ জুলাই, ২০২৫ at ৫:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারী জাগরণ ও সমাজ পরিবর্তনের প্রতীক জুলাই পুনর্জাগরণের মর্মবাণী ধারণ এবং মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে সারাদেশের ন্যায় চট্টগ্রাম জেলায় এ বিশেষ শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তর, চট্টগ্রাম এ অনুষ্ঠানের আয়োজন করে।

সার্বিক সহযোগিতায় ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়, মহিলা বিষয়ক কার্যালয়, চট্টগ্রাম জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী, নারী উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একটি বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নিজেদের প্রতিজ্ঞা করেন। বক্তারা নারী নেতৃত্ব, সামাজিক সাম্য, নারী নির্যাতন প্রতিরোধ এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর জোর দেন। জানা গেছে, জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠানমালা সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ সারা দেশে কেন্দ্রীয়ভাবে ভার্চুয়ালি উদ্বোধন ও তত্ত্বাবধান করেন।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন উপজেলায় জুলাই পুনর্জাগরণ শীর্ষক বিশেষ শপথ অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধমাইলস্টোনে নিহতদের স্মরণে কপোত খেলাঘর আসরের দোয়া মাহফিল