মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের প্রধান গেট সংলগ্ন কোহেলিয়া নদী থেকে মো. আব্দুল্লাহ আল মামুন (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মহেশখালী থানা পুলিশ।
নিহত যুবক উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী এলাকার মৃত আবু আহমদের পুত্র। গতকাল শনিবার দুপুর সাড়ে ৩ টার সময় কয়লাবিদ্যুৎ প্রকল্পের প্রধান গেইট এলাকায় অজ্ঞান অবস্থায় ওই যুবককে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহেশখালী থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক বলেন, মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পস্থ কোহেলিয়া নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে রাত ৮টার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর মূল রহস্য জানা যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকেও কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ করেনি। নিহতের ভাই বাদশা মিয়া জানান, তার ভাই দুপুর মির আকতার সড়কের রাস্তার মাথার হোটেল থেকে ভাত খেয়ে কয়লা বিদ্যুৎ প্রকল্প গেটের দিকে গিয়েছিল। ধারণা করা হচ্ছে সে নদীতে মাছ ধরতেও যেতে পারে। তার ভাইয়ের কোন শত্রু নাই। কি কারনে সে মারা গেছে তারা নিজেরাও জানে না। সে ৪ সন্তানের জনক।