গাজায় এক-তৃতীয়াংশ মানুষ দিনের পর দিন অনাহারে

| রবিবার , ২৭ জুলাই, ২০২৫ at ৫:০১ পূর্বাহ্ণ

গাজার তিন ভাগের প্রায় এক ভাগ মানুষকে দিনের পর দিন কিছু না খেয়েই কাটাতে হচ্ছে জানিয়ে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, পুষ্টিহীনতা বাড়ছে এবং ৯০ হাজার নারীশিশুর জরুরি চিকিৎসা প্রয়োজন হয়ে পড়েছে। বিবিসি লিখেছে, চলতি সপ্তাহে গাজায় অনাহারের আশঙ্কা আরও বেড়েছে। হামাসনিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অপুষ্টিতে শুক্রবার ৯ জন মারা গেছেন। যুদ্ধ শুরু হওয়ার পর অপুষ্টিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২২ জনে। গাজায় যেকোনো কিছুর সরবরাহ প্রশ্নে প্রবেশ নিয়ন্ত্রণ করে ইসরায়েল। তবে এ পরিস্থিতির জন্য হামাসকে দায়ী করে ইহুদি দেশটি বলছে, মানবিক সহায়তায় কোনো নিষেধাজ্ঞা নেই।

এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা শুক্রবার বলেন, আকাশপথে গাজায় সহায়তা পাঠানোর অনুমতি শিগগিরই দেওয়া হতে পারে। যদিও এটি খুবই অকার্যকর পদ্ধতি বলে আগেই সতর্ক করেছে সাহায্য সংস্থাগুলো। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এখন সহায়তা পাঠানোর উদ্যোগ নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান। তবে এক জ্যেষ্ঠ জর্ডানীয় কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, তাদের সামরিক বাহিনী এখনো ইসরায়েলের কাছ থেকে অনুমতি পায়নি। এই উদ্যোগকে ‘ইসরায়েল সরকারের নিষ্ক্রিয়তা থেকে মনোযোগ সরানোর প্রচেষ্টা’ বলে বর্ণনা করেছে জাতিসংঘ। খবর বিডিনিউজের।

বিবিসি লিখেছে, এই পদক্ষেপ এমন সময়ে নেওয়া হচ্ছে, যখন গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ তুঙ্গে। গাজায় সহায়তা সরবরাহের প্রতিবন্ধকতা অবিলম্বে তুলে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে শুক্রবার যৌথ বিবৃতি দিয়েছে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। তারা বলেছে, আমরা গাজায় যা দেখছি, তা এক ভয়াবহ মানবিক বিপর্যয়; এর তাৎক্ষণিক অবসান এবং যুদ্ধের শেষ হওয়া প্রয়োজন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, আন্তর্জাতিক সমপ্রদায়ের এত উদাসীনতা, নিষ্ক্রিয়তা এবং মানবিকতা ও সত্যের অভাব আমি ব্যাখ্যা করতে পারছি না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বৈশ্বিক সম্মেলনে তিনি বলেন, গত ২৭ মে থেকে জাতিসংঘ নেতৃত্বাধীন ব্যবস্থার বিকল্প যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণ বিতরণ শুরু করে, সেদিন থেকে খাবার পেতে গিয়ে এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় দিনে গড়ালো থাই কম্বোডিয়ার সংঘর্ষ
পরবর্তী নিবন্ধএশিয়া কাপের আগে পাওয়ার হিটিং কোচ আনছে বিসিবি