খ্যাতিমান বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে মুগ্ধ শ্রোতা। গত ২৫ জুলাই একক বংশী বাদন অনুষ্ঠান থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগীত পরিষদ আয়োজিত সন্ধ্যায় শিল্পী ওস্তাদ আজিজুল ইসলাম বংশীবাদনে দর্শকদের মোহিত করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সম্পাদক তাপস হোড়। প্রধান আলোচক ছিলেন সাংবাদিক আবুল মোমেন।
অতিথি ছিলেন চবি বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়ব চৌধুরী, লতিফা সিদ্দিকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিমুল বড়ুয়া, সংগীতশিল্পী শীলা মোমেন। সমাপনী বক্তব্য রাখেন প্রকৌশলী মেজর জেনারেল (অব.) আব্দুল মতিন। উপস্থিত ছিলেন মীর নাজমুল আহসান রবিন। শেষে ওস্তাদ আজিজুল ইসলাম মূল অনুষ্ঠান শুরু করেন রাগ জয়জয়ন্তী দিয়ে। এছাড়াও তিনি ভূপালী, শ্যামকল্যাণ, শংকরা, ধুন, দরবারি কানাড়া, রাগ হংসধ্বনি ও রাগ ঝিঁনঝটি পরিবেশন করেন, যা দর্শক–শ্রোতাদের বিমোহিত করে। বংশী পরিবেশনের সঙ্গে শিল্পীর সাথে তবলায় ছিলেন পলাশ দেব এবং তানপুরায় ছিলেন মো. ফারুক।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আবৃত্তি শিল্পী অধ্যাপক দেবাশীষ রুদ্র। সহযোগিতায় ছিলেন রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট, রোটারি ক্লাব অব চিটাগাং বেঙ্গল সিটি, রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল, রোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজ এবং রোটারি ক্লাব অব রিভারাইন হালদা। প্রেস বিজ্ঞপ্তি।