জাগাও প্রাণের সুপ্ত শক্তি

| রবিবার , ২৭ জুলাই, ২০২৫ at ৪:৫৮ পূর্বাহ্ণ

নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গত শুক্রবার বোধন আবৃত্তি পরিষদ আয়োজিত ৪২তম পর্ব শীর্ষক একক আবৃত্তিসন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা কথনে একক আবৃত্তিসন্ধ্যার তাৎপর্যতা তুলে ধরেন বোধন আবৃত্তি পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল চৌধুরী সোহেল। আয়োজনে বোধন আবৃত্তি পরিষদ আবৃত্তিশিল্পী সংগীতা কর চৌধুরী, অনুপমা দাশ, শংকর প্রসাদ নাথ, ইভান পাল ও ত্রয়ী দে ছাড়াও প্রমা আবৃত্তি সংগঠন থেকে আবৃত্তিশিল্পী আচরারুল হক এবং নরেন আবৃত্তি একাডেমির আবৃত্তিশিল্পী মারওয়া আনজুমান জান্নাত একক আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠানে অংশ নেওয়া সকল আবৃত্তিশিল্পীদের স্মারক সম্মাননা তুলে দেওয়া হয়। এই পর্বে ছিলেন বোধন আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ, লিমা চৌধুরী, জসিম উদ্দিন, সুচয়ন সেনগুপ্ত ও শ্রাবনী বড়ুয়া। আবহ সঞ্চারে ছিলেন হাসিবুল ইসলাম শাকিল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বোধনের সভাপতি সোহেল আনোয়ার, সুবর্ণা চৌধুরী, গৌতম চৌধুরী, সঞ্জয় পাল, অনুপম শীল, মৃন্ময় বিশ্বাস, বিপ্লব কুমার শীল, সাজেদুল আনোয়ার এবং পলি ঘোষ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যের বাঁক বদলের ইতিহাস
পরবর্তী নিবন্ধওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে মুগ্ধ শ্রোতা