মন কেড়ে নেয় দু’চোখ আমার
মায়াবী জোছনার চাঁদ,
বাঁশবাগানে জোনাক জ্বলা
নিঝুম আঁধার রাত।
মন কেড়ে নেয় আরো বেশি
আকাশের ওই নীল,
সবুজ–শ্যামল সোনালি ধান
শাপলা ফোটা ঝিল।
মন কেড়ে নেয় আরো বেশি
পাখির মধুর তান,
সবুজ পাহাড়, মেঠো পথে
জুঁই–চামেলির ঘ্রাণ।
মন কেড়ে নেয় আরো বেশি
হিমেল হাওয়া ভোর,
শীতের শিশির বিন্দু কণা
মিষ্টি রোদের দুপুর।
মন কেড়ে নেয় আরো বেশি
বসন্তে রাঙা ফুল,
প্রজাপতির রঙিন ডানা
স্নিগ্ধ সাগর কূল।