চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয়তাবাদী দল বিএনপি গ্রুপিং ভুলে নেতৃবৃন্দ এক মঞ্চে মিলিত হওয়ায় নেতা- কর্মী সমর্থকদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা, করেছেন আনন্দ উল্লাস।
শুক্রবার (২৫ জুলাই) রাতে আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি সাইরা পাড়াস্থ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিন ভবন প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মিলনমেলার আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানে আগত নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলে অনুষ্ঠান প্রাঙ্গন।
উল্লেখ্য, লোহাগাড়া বিএনপি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন গ্রুপ-উপগ্রুপে বিভক্ত ছিল, এই নিয়ে সমর্থকদের মাঝে ছিল চাপা ক্ষোভ, ছিল উৎকন্ঠা। অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দক্ষিণ জেলা বিএনপির হস্তক্ষেপে সকল ভেদাভেদ, মান-অভিমান ভূলে লোহাগাড়া উপজেলা বিএনপি এক মঞ্চে মিলিত হয়, এই ঐক্য এবং মিলনমেলা লোহাগাড়া বিএনপির কর্মী সমর্থকদের মাঝে এনে দিয়েছে প্রাণের সঞ্চার, পেয়েছে স্বস্তির নিঃশ্বাস।
মিলনমেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী। দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা ফৌজুল কবির ফজলু’র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদুর রহমান চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালাউদ্দীন চৌধুরী সোহেল।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আবু তাহের, মাষ্টার শাহেদুল আনোয়ার চৌধুরী, আবু সেলিম চৌধুরী, নুরুল আবছার, এস এম আবু সাঈদ চৌধুরী টিটু, এম এ কাশেম, উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির আহমদ, সদস্য সচিব রাশেদুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরী, এ্যাডভোকেট এরফানুর রহমান, খোরশেদ আলম সিকদার, নুরুল হক সওদাগর, শাহ আলম, জসিম উদ্দিন, নুরুল কবির সওদাগর, মাওলানা মুজিবুর রহমান, নুরুল আলম জিকু, নুর মোহাম্মদ শহিদুল্লাহ, রফিকুল আলম, মামুনুর রশিদ চোধুরী, জাহাঙ্গীর আলম মেম্বার, শহিদ আহমদ, বাহাদুর কোম্পানী, ফেরদৌস কোম্পানী, আবুল হাসেম, সৈয়দ আহমদ, এস এম সাহাব উদ্দিন, এ্যাডভোকেট এহসানুল হক, ইমামুল আবেদীন চৌধুরী রিপন, এ্যাডভোকেট শহিদুল আলম লিটন, এ্যাডভোকেট বেলাল উদ্দিন চৌধুরী, আলাউদ্দিন বাচ্ছু, দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবু তালেব রুবেল, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, নাজিম উদ্দিন, তাজউদ্দিন আল নাজের, যুবদল নেতা মুসলিম উদ্দিন, নজরুল ইসলাম, ইসফাক উদ্দিন চৌধুরী ইভু, মোরশেদুল আলম, জহিরুল ইসলাম, সেলিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব রমজানুল কবির জয়, হেলাল উদ্দিন, সোহেল মাহমুদ তুষার, সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক কায়েস উদ্দিন, মহিউদ্দিন, তাজুল ইসলাম, সিয়ামুল হক সায়েম, মো:আরমান, মোকতাদির আসিফ, শহিদুল ইসলাম, মো:এহেসানসহ উপজেলার ৯ ইউনিয়নের ৮১ ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতৃবৃন্দ স্বতস্ফুর্তভাবে মিলনমেলায় অংশগ্রহন করেন।
উপজেলার আধুনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইব্রাহিম রুবেল বলেন আজাদীকে বলেন, এই ঐক্য আমাদের দীর্ঘদিনের প্রতিক্ষার ফসল, এই মিলনমেলা আমাদরকে দ্বিগুণ উৎসাহ, উদ্দীপনা এবং অনুপ্রেরণা যোগাবে, আগামী নির্বাচনে এই ঐক্যের ফল আমরা ঘরে তুলতে পারব।