প্রিমিয়ার ইউনিভার্সিটিতে গবেষণা সেমিনার

| শনিবার , ২৬ জুলাই, ২০২৫ at ৬:৩২ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘অ্যানোমালি ডিটেকশন ইন ব্লকচেইন ট্রানজেকশন ইউজিং মেশিন লার্নিং উইথ এক্সপ্লেনএবিলিটি এনালাইসিস’ শীর্ষক গবেষণাভিত্তিক একাডেমিক সেমিনার। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত এই সেমিনারে মূল বক্তা ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান। তিনি তার গবেষণা উপস্থাপনকালে বলেন, ব্লকচেইন লেনদেনে অস্বাভাবিকতা শনাক্তকরণে মেশিন লার্নিং ও এক্সপ্লেইনেবল এআই অত্যন্ত কার্যকরী ও সময়োপযোগী প্রযুক্তি। বর্তমানে প্রতিনিয়ত ডিজিটাল প্ল্যাটফর্মে লাখ লাখ আর্থিক লেনদেন সম্পন্ন হচ্ছে, যার মধ্যে মাত্র একটি ক্ষুদ্র অংশ অস্বাভাবিক বা জালিয়াতিমূলক হয়ে থাকে। এত বড় আকারের এবং অসমান ডেটাসেটে কার্যকরভাবে অ্যানোমালি শনাক্ত করা একটি চ্যালেঞ্জিং কাজ। আমরা বিটকয়েন ব্লকচেইনের ৩০ মিলিয়নেরও বেশি ট্রান্সাকশন বিশ্লেষণ করেছি, যেখানে মাত্র ১০৮টি ছিল সন্দেহজনক। ডেটার অসমতা সমাধানে আমরা SMOTE, ADASYN এবং আমাদের নিজস্ব under-sampling অ্যালগরিদম XGBCLUS ব্যবহার করেছি। ডিপ লার্নিং অংশে আমরা 1D CNN মডেল ব্যবহার করেছি যা টাইম সিরিজ ডেটা বিশ্লেষণে কার্যকর এবং অন্যান্য মডেলের তুলনায় উন্নত ফলাফল দিয়েছে। পাশাপাশি, SHAP টুলের মাধ্যমে ব্যাখ্যা যোগ্যতা নিশ্চিত করেছি এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য চিহ্নিত করেছি।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির। তিনি বলেন, ব্লকচেইন প্রযুক্তির উদ্ভব আমাদের আর্থিক, স্বাস্থ্য এবং আইটি খাতে স্বচ্ছতা ও নিরাপত্তা এনেছে। তবে এর নিরাপত্তা হুমকির মুখে পড়ছে ক্রমবর্ধমান জালিয়াতি ও অস্বাভাবিক আচরণের কারণে। এই ধরনের গবেষণাউদ্যোগ সময়োপযোগী ও প্রযুক্তিগতভাবে অত্যন্ত প্রাসঙ্গিক। বিশেষ অতিথি রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির বলেন, আমরা চাই শিক্ষার্থীরা শুধু পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে গবেষণায় অংশগ্রহণ করুক। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের একাডেমিক গবেষণা ও সেমিনারের আয়োজনকে সর্বাত্মক সহায়তা প্রদান করবে।

প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও সিএসই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, প্রিমিয়ার ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজের হেড অফ নেটওয়ার্ক ও ডেটাবেজ ইনফ্রাস্ট্রাকচার মো. সাইফুল ইসলাম মহিন। সেমিনারের সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক সৈয়দ মো. মিনহাজ হোসেন। সেমিনারটি পরিচালনা করেন বিভাগের প্রভাষক রওশন আক্তার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী অধ্যাপক আসমা জোশিতা তৃষা, সহকারী অধ্যাপক ধ্রুবজ্যোতি দাশ ও প্রভাষক তামিম হোসেন। এতে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। আলোচনার শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং বক্তাদের মূল্যবান দিকনির্দেশনা গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমামলার আসামি গ্রেপ্তার, হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার
পরবর্তী নিবন্ধঘরে ঘরে জামায়াতের দাওয়াত পৌঁছে দিতে হবে