লোহাগাড়ায় রাজমিস্ত্রি জহির হত্যা মামলার আসামি সাহাব উদ্দিনকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে নগরীর মাদারবাড়ি এলাকার এক বাসায় পুলিশ ও র্যাব যৌথ অভিযানে চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সাহাব উদ্দিন উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গৌড়স্থান নয়াপাড়া এলাকার মৃত সোলাইমানের পুত্র। জানা যায়, গত ১৩ জুলাই সকালে রাজমিস্ত্রি জহির আহমদ স্থানীয় নাজিম উদ্দিন ও সাহাব উদ্দিনের কাছ থেকে বাড়ির নির্মাণ কাজের পাওনা টাকা চাইতে যান। এ সময় নাজিম উদ্দিনের সাথে টাকার বিষয় নিয়ে রাজমিস্ত্রি জহির তর্কে জড়িয়ে পড়েন। পরে রাজমিস্ত্রি জহির নিজ বাড়িতে চলে যাওয়ার পথে নাজিম উদ্দিন ও সাহাব উদ্দিন পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তার পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়। গত ১৬ জুলাই দিনগত রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জহির আহমদ (৪৫) উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গৌড়স্থান নয়া পাড়ার মৃত আলী আহমদের পুত্র ও ৫ সন্তানের জনক। এ ঘটনায় নিহতের স্ত্রী ছেনু আরা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, গ্রেপ্তারের পর রাজমিস্ত্রি হত্যা মামলার আসামি সাহাব উদ্দিনকে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার ভাই অপর আসামি নাজিম উদ্দিনের বসতঘরের দক্ষিণ পাশে ঝোপের ভেতর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। একইদিন তাকে আদালতে আদালতে সোপর্দ করা হয়েছে।