চট্টগ্রামে এবি পার্টির জুলাই অভ্যুত্থান উদযাপনের অনুষ্ঠানে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ক্ষমতায় গিয়ে মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সাথে বিশ্বাসঘাতকতার পরিণাম কি হয়েছে তা শেখ মুজিব জীবন দিয়ে উপলব্ধি করেছে, কিন্তু সে উপলব্ধি থেকে তাঁর কন্যা শিক্ষা নেননি। জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার ভুলে গেলে আমরা যে যত বড় অবদানই রাখি না কেন, তাদেরকেও ভবিষ্যতে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এবি পার্টি চট্টগ্রাম মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুকের সভাপতিত্বে ও মহানগর সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ আবুল কাশেমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মো. দিদারুল আলম, জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ছিদ্দিকুর রহমান, সহ–মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হায়দার আলী চৌধুরী, মহানগর যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার যায়েদ হাসান চৌধুরী, শহীদুল ইসলাম বাবুল, যুব পার্টির সমন্বয়ক আব্দুর রহমান মনির, সহসমন্বয়ক মোহাম্মদ জাবেদ, কেন্দ্রীয় সদস্য আতাউর রহমান নূর, হাটহাজারী উপজেলার আহ্বায়ক বোরহান উদ্দিন, হেলাল উদ্দিন, হারুনুর রশিদ চৌধুরী, সঞ্জিব চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।