অলরাউন্ডার সাইফউদ্দিনের ফেরাটা বড় প্রাপ্তি টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৬ জুলাই, ২০২৫ at ৬:১১ পূর্বাহ্ণ

অনেক সম্ভাবনা নিয়ে বাংলাদেশের ক্রিকেটে পা রেখেছিলেন অল রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। কিন্তু বারবার ইনজুরির সাথে লড়াই করতে হয়েছে তাকে। এবার যেমন দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে ফিরেছেন দলে। এর মধ্যে টানা ম্যাচও খেলা হচ্ছে না মোহাম্মদ সাইফউদ্দিনের। শ্রীলঙ্কায় তিন টিটোয়েন্টির দুইটি খেলার পর ঢাকায় এসে আবার দলের বাইরে। টানা দুই ম্যাচ খেলার সুযোগ পাননি। তবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শেষ টিটোয়েন্টিতে ফিরে ব্যাটেবলে খারাপ করেননি সাইফউদ্দিন। ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ১ উইকেট। পরে দলের বিপর্যয়ের মুখে খেলেন ৩৪ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংস। সবমিলিয়ে সাইফউদ্দিনের পারফরম্যান্সে খুশি অধিনায়ক লিটন দাস। দীর্ঘদিন পর দলে ফেরা একজন ক্রিকেটারের জন্য পারফর্ম করা এত সহজ নয়। সেটাও মনে করিয়ে দেন লিটন। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সাইফউদ্দিন কি দলের চাহিদা পূরণ করতে পেরেছেন তেমন প্রশ্নের জবাবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লিটন বলেন আমার মনে হয়, সে চাহিদা ফুলফিল করতে পেরেছে। যদিও লম্বা সময় ইনজুরি থেকে ফিরে এরকম পারফর্ম করা তার জন্য সহজ না মোটেও। একেতো এতদিন পর খেলায় ফেরা। তার উপর সিরিজে টানা দুই ম্যাচ খেলেনি। সে সব কাটিয়ে নিজেকে প্রমান করাটা যেকোন ক্রিকেটারের জন্যই কঠিন।

পূর্ববর্তী নিবন্ধটেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান রুটের সামনে এখন কেবল টেন্ডুলকার
পরবর্তী নিবন্ধএবারেও এশিয়া কাপের একই গ্রুপে ভারত-পাকিস্তান!