নালায় পড়ে নিহত হুমায়রার স্বজনদের পাশে মেয়র

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৬ জুলাই, ২০২৫ at ৬:০৬ পূর্বাহ্ণ

নগরের হালিশহর আনন্দিপুরে নালায় পড়ে মারা যাওয়া তিন বছরের শিশু হুমায়রা আক্তারের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল বিকেলে হুমায়রার বাসায় উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ও ঘটনার বিস্তারিত বর্ণনা শুনেন। এসময় মেয়র পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। মেয়র বলেন, এ মর্মান্তিক দুর্ঘটনার পরপরই আমি উদ্ধার কার্যক্রম তদারকির জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছি। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের দুঃখজনক ঘটনা যেন আর না ঘটে, সেজন্য নগর পরিকল্পনার অংশ হিসেবে সংশ্লিষ্ট সংস্থা ও বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে একটি সুপারিশমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মেয়র। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর আবুল হাশেম, মো. কামরুল ইসলাম, হালিশহর থানা বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেন ডিপটি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া। উল্লেখ্য, গত ৯ জুলাই বিকেলে চট্টগ্রামের হালিশহর থানাধীন আনন্দিপুর এলাকায় নালায় পড়ে মারা যায় শিশু হুমায়রা।

পূর্ববর্তী নিবন্ধসম্মিলিত প্রচেষ্টায় সফলতা অর্জিত হয়
পরবর্তী নিবন্ধবিদেশে গিয়ে শেখো কিন্তু ফিরে এসো আপন নীড়ে