জীবনে বড় হও কাউকে ছোট করে নয়, সফল হও কাউকে অবজ্ঞা করে নয়, হাসো কাউকে কাঁদিয়ে নয়, জয় করো কাউকে ঠকিয়ে নয়, সুখী হও কাউকে দুঃখ দিয়ে নয়। যদি এটা অনুসরণ করো তবে তোমার সফলতায় অন্যরাও হবে সমভাবে আনন্দিত, গর্বিত। পুরো এলাকা তথা দেশবাসীর হৃদয়ে জায়গা করে নিতে হলে শিক্ষার্থীদেরকে মানবিক গুণাবলি ধারণ করতে হবে বলেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম–মহাসচিব আসলাম চৌধুরী।
গত বৃহস্পতিবার সীতাকুণ্ড উপজেলাধীন কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আসলাম চৌধুরী বলেন, ভাল ফলাফলের জন্য প্রতিটি শিক্ষার্থীকে প্রতিদিন নিয়ম করে সকালে বিকালে দুই ঘণ্টা করে চার ঘণ্টা পড়ার টেবিলে মনোযোগ সহকারে বসতে হবে। পরিবারের মুখ উজ্জল করে আলোকিত সীতাকুণ্ড তথা দেশ গঠনে ভূমিকা রাখতে হলে প্রতিটি শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষক অভিভাবক শিক্ষার্থী সকলের সম্মিলিত প্রচেষ্টায় সফলতা অর্জন সম্ভব। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. রাশেদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী নেওয়াজের সঞ্চালনায় উক্ত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মো. মুসলিম উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার কমল কদর, সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক মো. জহুরুল আলম জহুর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরসালিন, কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এম শামসুদ্দোহা, আনোয়ারুল আজিম মুকুল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. মাঈনুদ্দিন মিন্টু, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী, উপজেলা বিএনপির সদস্য খোরশেদ আলম, ফজলুল করিম চৌধুরী, সাহাবউদ্দিন রাজু, মো.ইব্রাহিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।