এখন চলছে এক অদ্ভুত সময়কাল,
যার যেমন ইচ্ছা,
তেমনি ওড়াচ্ছে পাল।
একই ছাদের নিচে স্বামী–স্ত্রী হয়ে রয়,
মানুষ দেখানো অভিনয় এখন ঘরে ঘরে হয়।
যদিও স্বামী–স্ত্রী রূপে প্রায় মানুষ
যাপিত জীবনে করছে সংসারে।
কিন্তু কয়জনে মনের মতো সঙ্গী পেয়ে
হতে পেরেছে একাকার?
তবে যে কেউ চাইলে স্বামী কিংবা স্ত্রী
ঠিকই পাবে জীবনে,
অথচ সবার জীবনে স্বামী কিংবা স্ত্রী পেলেও
প্রকৃত সঙ্গী পায় কয়জনে?
তাই স্বামী কিংবা স্ত্রী একজন আর একজনের
প্রকৃত সঙ্গী যদি না হয়,
তাহলে একাকীত্বের মাঝে জীবনকে গুছিয়ে নিয়ে
সব কিছুকে করতে হয় জয়।