তোমার জন্য অপার শুভ কামনা

খালেছা খানম | শনিবার , ২৬ জুলাই, ২০২৫ at ৫:৪৩ পূর্বাহ্ণ

বড়ো হও স্বপ্নের সমান,

করো নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ।

ষড়রিপুকে করে দমন

সতত সৎপথে করো গমন।

পাড়ি দাও দুর্গম বন্ধুর পথ,

হাজারো বাধায় কখনো ভুলো না শপথ।

পুষ্পের মতো হও বিকশিত,

চলার পথে হয়ো না কখনো ভীত।

পাপড়ি মেলে ছড়াও সুগন্ধি,

এগিয়ে চলো ফেলে সব, আসুক

যতো বাধাপ্রতিদ্বন্দ্বী।

সত্যের গভীরে করো প্রবেশ,

কর্মের মাঝে রেখো সদা সততার রেশ।

হৃদকাননে হেসে পুষ্পের হাসি,

সকল হৃদয়ে বাজাবে মোহন বাঁশি।

মানুষ হতে করো যদি সাধনা

তবেই অনেকের মাঝে হবে একজনা।

মনন হোক উন্নত, উন্নত হোক ভাবনা,

শুভদিনে তোর জন্য অজস্র শুভ কামনা।

পূর্ববর্তী নিবন্ধসাপের ভ্যাকসিন প্রসঙ্গে
পরবর্তী নিবন্ধএইতো জীবন