সাপের ভ্যাকসিন প্রসঙ্গে

| শনিবার , ২৬ জুলাই, ২০২৫ at ৫:৪৩ পূর্বাহ্ণ

আমাদের দেশে বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়। ফলে দৈনিক খবরের পাতা বা বিভিন্ন মিডিয়া মারফত সাপের কামড়ে মৃত্যুর খবর প্রায়ই দেখা যায়। বিষধর সাপে কামড় দিলে দ্রুত হাসপাতালে গিয়ে সাপের ভ্যকসিন দিতে হয়। বেশিরভাগ সময় দেখা যায় সাপের কামড়ের অধিকাংশ রোগী গ্রামের। বিষাক্ত সাপ কামড়ালে তার জন্য অ্যান্টিভেনম প্রয়োগ ও এটির পার্শ্বপ্রতিক্রিয়া রোধ করার জন্য যেসব জিনিস প্রয়োজন তা উপজেলা হাসপাতালগুলোতে মওজুদ থাকে না। এগুলো থাকে জেলা সদর হাসপাতালগুলোতে। ফলে সাপে কামড়ের পর রোগীকে জেলা সদর হাসপাতালে আনতে আনতে অনেক দেরি হয়ে পথেই মৃত্যুবরণ করেন অনেক রোগী। আবার কেউ কেউ জীবিত হাসপাতালে আসলেও ডাক্তাররা বলেন রোগীকে আনতে অনেক দেরি করে ফেলেছেন তাই রোগীর অবস্থা আশঙ্কাজনক। দুঃখজনক বিষয় হলো সাপে কামড়ায় গ্রামে ভ্যাকসিন থাকে শহরে।

অতএব বিষয়টি উপলব্ধি করে প্রতিটা উপজেলা হাসপাতালে সাপের ভ্যাকসিন রাখার জন্য মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকলের কাছে বিশেষ অনুরোধ রইল।

মাহবুবুল মান্নান

শিক্ষক, তা‘লীমুল

কুরআন মাদরাসা

হরিণখাইন, পটিয়া, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধমোহিতলাল মজুমদার : কবি ও সাহিত্য সমালোচক
পরবর্তী নিবন্ধতোমার জন্য অপার শুভ কামনা