একসাথে কাজ করে জনগণের বাংলাদেশ, অধিকার ও মর্যাদার বাংলাদেশ, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। জোনায়েদ সাকি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্দোবস্তের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে ঐক্যবদ্ধ হোন। দেশে চলমান অস্থিরতার কারণে রাজনীতির আকাশে আবার মেঘ আসছে বলে মনে হচ্ছে, যা নির্বাচনী হওয়া নিয়ে একধরনের আশঙ্কা সৃষ্টি করছে। গতকাল শুক্রবার গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে নগরের দুই নম্বর গেট বিপ্লব উদ্যানে বিকাল সাড়ে ৩টায় জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তি ও শহীদদের স্মরণে ‘জুলাই সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি এসব কথা বলেন।
তিনি বলেন, বিচার, সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে হবে। এটা একসঙ্গে চলে গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণ ঘটাবে। এটা এখন বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। কাজেই যেকোনো ধরনের তৎপরতা যদি বিচার, সংস্কার ও নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করে, তা বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধেই যায়। কাজেই জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী ৫ আগস্ট অথবা এর পরবর্তী দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা দরকার বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী। তিনি বলেন, সরকারের উচিত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। রাজনৈতিক দলগুলোর প্রতি যথাসম্ভব ন্যায্য আচরণ করার মধ্য দিয়ে সরকারকে নিরপেক্ষতা দৃশ্যমান করতে হবে।
বিমান বিধ্বস্তের ঘটনায় তিনি প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়ে বলেছেন, জনগণ ভরসা করতে পারে, সেভাবে যেন হতাহতদের তালিকা প্রকাশ করা হয়। সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং ওই ঘটনায় গাফিলতি থেকে থাকলে তার স্বচ্ছ তদন্ত করারও আহ্বান জানিয়েছেন তিনি। সংস্কার ও নতুন বন্দোবস্ত টেকসই করতে আগামী জাতীয় নির্বাচন ‘সংবিধান সংস্কার পরিষদ’র নির্বাচনের দাবিতে সংগঠিত হোন।
উক্ত সমাবেশে গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমীর সভাপতিত্বে, যুগ্ম–নির্বাহী সমন্বয়ক নাসিরউদ্দিন তালুকদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আতিকুর রহমান, গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার যুগ্ম সমন্বয়কারী মো. হারুন, জেলার যুগ্ম সমন্বয়কারী অপূর্ব নাথ, গার্মেন্ট শ্রমিক সংহতি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহীম চৌধুরী, নারী সংহতির আহ্বায়ক নুরুন্নেসা মুন্নি, সম্পাদকমন্ডলীর সদস্য হাসান মুরাদ হাসান সাহ, এডভোকেট শাহাদাত হোসেন তালুকদার মানিক, মোরশেদ আলম ও জাহিদুল আলম আল–জাহিদ।
হাসান মারুফ রুমী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক বৈপ্লবিক রূপান্তরের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা এখনো বাস্তবায়িত হয় নাই। আমাদের লক্ষ্য এই গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়াটা সম্পন্ন করা।