বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, চাঁদাবাজ সন্ত্রাসীদের কোনো দল নেই। তারা পরিস্থিতি বুঝে বিভিন্ন দলের সাইনবোর্ড ব্যবহার করে। চাঁদাবাজ সন্ত্রাসীরা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলে রাষ্ট্র ও সমাজে অস্থিরতা সৃষ্টি করতে চায়। জুলাই অভ্যুত্থানের উদ্দেশ্য ব্যর্থ করে দিতে চায়। তারা পতিত স্বৈরাচারকেই ফিরিয়ে আনতে চায়। তারা দেশকে আরো খারাপ অবস্থায় নিয়ে যেতে চায়। গতকাল মঙ্গলবার মহানগরী জামায়াতের কার্যালয়ে বিশেষ কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। বিশেষ কর্মপরিষদ বৈঠকে আরও বক্তব্য দেন, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ এবং ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ও ডা. এ কে এম ফজলুল হক, ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, আমির হোসেন, ফখরে জাহান সিরাজী সবুজ, আহমেদ খালেদুল আনোয়ার, আবদুল হান্নান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।