ফটিকছড়ির মাইজভান্ডার এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দিকে মাইজভান্ডার ভান্ডার শরীফ আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি টিনশেড ঘরের টয়লেটে ওই যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় সন্দেহজনক কয়েকজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নিহত যুবকের নাম মো. আরমান (২৬)। তিনি কুমিল্লা লাকসাম থানার বাসিন্দা কামাল মিয়ার ছেলে এবং মাইজভান্ডার দরবার শরীফে সুইপার হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আরমান নামে এক যুবকের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। তার এখনো বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি।