সিএমপি কমিশনারের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

| বুধবার , ২৩ জুলাই, ২০২৫ at ৫:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগর পুলিশের সদর দপ্তরে এ সাক্ষাৎ হয়। অস্ট্রেলিয়ার নৌবাহিনীর কমান্ডার গ্লেন সাফোকের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলটিকে সিএমপি কমিশনার স্বাগত জানান। অস্ট্রেলিয়া সরকারের সঙ্কট প্রস্তুতি ও নিশ্চয়তা দল (সিপিএটি) কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধি দলটি চট্টগ্রাম সফরে এসেছে। খবর বাসসের।

সাক্ষাতে চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক নিরাপত্তা এবং সঙ্কটকালীন বিদেশি নাগরিকদের সহায়তা নিয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। সিএমপি কমিশনার অস্ট্রেলিয়ান নাগরিকদের সুরক্ষায় নগর পুলিশের প্রস্তুতি ও সক্ষমতার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর) মাহমুদা বেগমসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরাও আলোচনায় অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধজুলাই-আগস্ট স্মরণে কোতোয়ালী থানা বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধবাঁচাও পাখি!বাঁচাও ধরা!