কোতোয়ালী থানা বিএনপির উদ্যোগে জুলাই–আগস্ট গণ–অভ্যুত্থান স্মরণে সরকারি মুসলিম হাই স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন হয়। এসময় উপস্থিত ছিলেন হেলাল চৌধুরী, প্রধান শিক্ষক মোর্শেদুর জামান, মো.আইয়ুব আলী, আব্দুর রাজ্জাক, ফয়েজ উল্লাহ, সাখাওয়াত হোসেন পিয়েল, শমসের আলী,নিজাম উদ্দিন, জাকেরিয়া জহির, মো. বাবুল, মো. রাশেদ, মো. ইউসুফ প্রমুখ। বক্তারা বলেন, বৃক্ষরোপণ কর্মসূচির আমাদের পরিবেশ রক্ষায় ভূমিকা পালন করে, যা ভবিষ্যত প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ার প্রতিশ্রুতি বহন করে। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি চারারোপণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।