চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৬.৬২ কোটি টাকা। ২,১২৭ টি লেনদেনের মাধ্যমে মোট ২১.৫৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৮১.১১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৬৫৪.৫০ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৮.৮২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৩০.৪৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৫.৬২ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৩৬.০১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ৬৩.২৬ পয়েন্ট কমেছে, যা হলো ১,৯৭২.৭৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭১৪,২৭০.৭২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,২৯৯.৬১ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩২ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৯ টির, দাম কমেছে ১১০ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩ টির।