সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ফরিদা পারভীন

| বুধবার , ২৩ জুলাই, ২০২৫ at ৫:২৮ পূর্বাহ্ণ

টানা দুই সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন লালনগীতির শিল্পী ফরিদা পারভীন। খবর বিডিনিউজের।

গায়িকার স্বামী বাঁশিবাদক গাজী আবদুল হাকিম গ্লিটজকে জানিয়েছেন সোমবার রাত সাড়ে ১১ টায় ফার্ম গেইট এলাকার তেজকুনি পাড়ার নিজের বাসায় তাকে নেওয়া হয়েছে। আবদুল হাকিম বলেন, এখন আগের চেয়ে তিনি ভালোই আছেন। এখন উন্নত চিকিৎসার জন্য ফরিদা পারভীনকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে কী না জানতে চাইলে তিনি বলেছেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফরিদার শারীরিক অবস্থা যদি স্টেবল থাকে, ছেলেমেয়েরা সিদ্ধান্ত নিয়ে যেটা ভালো মনে করেন সেটাই করা হবে। কিডনি সমস্যা, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে গত ৫ জুলাই তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করে সেখানার আইসিইউতে নেওয়া হয়। বেশ কিছুদিন পর শরীর কিছুটা ভালো হলে তাকে আইসিইউ থেকে নেওয়া হয় সাধারণ কেবিনে। সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য ১৯৮৭ সালে একুশে পদক পান ফরিদা পারভীন। ২০০৮ সালে জাপান সরকারের ফুকুওয়াকা এশিয়ান কালচার পুরস্কার পান তিনি। বেশ কয়েকটি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ১৯৯৩ সালে।

পূর্ববর্তী নিবন্ধমাইলস্টোনের ঘটনায় প্যানিক অ্যাটাক হাসপাতালে ভর্তি পরীমণি
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬.৬২ কোটি টাকা