ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্ট শুরু হচ্ছে আজ বুধবার। পাঁচ ম্যাচের এই সিরিজে এরই মধ্যে ২–১ ব্যবধানে পিছিয়ে আছে সফরকারী ভারত। তাই আজ থেকে ওল্ডট্র্যাফোর্ডে শুরু হওয়া ম্যাচে ভার জিততে চাইবে সেটা নিশ্চিত কারণ এই ম্যাচে হারলে যে সিরিজ হারও নিশ্চিত হয়ে যাবে তাদের। এই টেস্ট শুরুর আগে ইনজুরির থাবায় একেবারে কোণঠাসা ভারত। হয়তো খেলতে পারবেন না একাধিক খেলোয়াড়। এই যেমন আকাশ দিপকে নিয়ে শঙ্কা ছিল আগে থেকেই। সেটাই সত্যি হলো। ইনজুরির থাবায় ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট থেকে ছিটকে গেলেন ভারতের এই পেসার। কুঁচকিতে আঘাত পাওয়ায় লর্ডস টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে কেবল আট ওভার বোলিং করতে পেরেছিলেন আকাশ। নিজের চতুর্থ ওভারে হ্যারি ব্রুককে বোল্ড করেন তিনি। এক পর্যায়ে তাকে নিতম্বে চেপে ধরে রাখতে দেখা যায়। ড্রিংস ব্রেকের সময় ছেড়ে যান মাঠ। পরে মাঠে ফিরলেও আর বোলিং করেননি আকাশ। চতুর্থ দিনের শেষ বেলায় নাইটওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমে টিকতে পারেন কেবল ১১ বল।
আকাশের ম্যানচেস্টারে খেলে ঝুলছিল অনিশ্চয়তার সুতোয়। এবার নিশ্চিত হয়ে গেল, ম্যাচটিতে তাকে পাবে না ভারত। সিরিজের প্রথম তিন ম্যাচেই খেলেন আকাশ। ২৮.০৯ গড়ে নিয়েছেন ১১ উইকেট। এজবাস্টনে ভারতের ৩৩৬ রানের জয়ের পথে বড় ভূমিকা রাখেন তিনি। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর, দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৬ উইকেট। দুই ইনিংসেই সেঞ্চুরি করে অবশ্য ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন ভারত অধিনায়ক শুবমান গিল।
আকাশের আগে আসছে ম্যাচটি থেকে ছিটকে গেছেন আরেক পেসার আর্শদিপ সিং। বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে আঘাত পেয়েছেন তিনি।
আর হাঁটুর সমস্যায় সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি। এখন সবকিছু ঠিক থাকলে জাসপ্রিত বুমরাহর সঙ্গে ভারতের পেস বোলিং বিভাগে থাকবেন মোহাম্মদ সিরাজ। তৃতীয় পেসার হিসেবে অভিষেকের অপেক্ষায় থাকা আনশুল কাম্বোজ কিংবা প্রাসিধ কৃষ্ণাকে খেলাতে পারে সফরকারীরা।
তবে তাতে যে ভারতের বোলিংয়ে শক্তি অনেকটাই কমে গেছে সেটা বলা যায় নিশ্চিত করেই। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোন বিকল্প নেই ভারতের। অপরদিকে ইংল্যান্ড চাইবে এই ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করতে। দারুণ জয় দিয়ে সিরিজ শুরু করেছিল ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয় টেস্টে এসে হেরে বসে ইংলিশরা। তবে তৃতীয় টেস্টে দুর্দান্তভাবে ফিরে আসে জয় দিয়ে। তাই তাদের সামনে এখন সিরিজ নিশ্চিত করার মিশন আজ থেকে শুরু হওয়া টেস্ট। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।