ইচ্ছার শক্তি

আশফাকুর রহমান বিপ্লব | বুধবার , ২৩ জুলাই, ২০২৫ at ৫:১৪ পূর্বাহ্ণ

এ শক্তি আইনস্টাইন বা

নিউটনের ধার ধারে না।

নিরপেক্ষ বা পক্ষপাত

নৈর্ব্যক্তিক কোনো পরজীবী

ফর্মুলার গাণিতিক কোনো

ভর নেই এই শূন্যতার।

বায়ুহীন ভেসে থাকা বা

বেঁচে থাকা যাপিত ভুবন।

ফুলের বা ডাস্টবিনের

গন্ধ অর্থহীন..

ভোঁতা মেরুদণ্ডহীন

সরীসৃপের নাম

ইচ্ছা

ভালো মন্দ দুটোরি

একই স্টোরি।

পূর্ববর্তী নিবন্ধকমলাপুর রেলস্টেশনের প্রবেশপথ যেন ভয়ংকর মরণফাঁদ
পরবর্তী নিবন্ধবাধা নয়, নতুন পথের সূচনা