আনোয়ারা ইউনিয়ন যুবলীগ নেতা গ্রেপ্তার

চাঁদাবাজির মামলা

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ২৩ জুলাই, ২০২৫ at ৬:৫৬ পূর্বাহ্ণ

আনোয়ারায় চাঁদাবাজির মামলায় মোহাম্মদ ইব্রাহিম (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় এবং গতকাল মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় আনোয়ারা থানা পুলিশ। গ্রেপ্তার ইব্রাহিম জুঁইদন্ডী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আবু তালেবের পুত্র। তিনি জুঁইদন্ডী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক। আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, যুবলীগ নেতা ইব্রাহিমকে চাঁদাবাজির মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমা স্কুলে যাই, টা টা
পরবর্তী নিবন্ধ২৩ জুলাই : কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি, রাতে সীমিত পরিসরে ইন্টারনেট চালু