ভাইয়ের সঙ্গে স্কুলে যেত, এখন কবরে একা ৯ বছরের ফাতেমা

| বুধবার , ২৩ জুলাই, ২০২৫ at ৪:৫৯ পূর্বাহ্ণ

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় নিহত নয় বছরের ফাতেমা আক্তারকে গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলায় কবর দেওয়া হয়েছে। কুনিয়া গ্রামের কুনিয়া কওমী মাদ্রাসায় গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জানাজা শেষে ফাতেমাকে মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয় বলে তার মামা স্বপন মীর জানিয়েছেন।

ফাতেমা কুনিয়া গ্রামের কুয়েত প্রবাসী বনি আমিন শেখের মেয়ে এবং মাইলস্টোন স্কুল ও কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। খবর বিডিনিউজের।

গতকাল সকাল পৌনে ১০টার দিকে ফাতেমার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছলে স্বজন ও গ্রামবাসীরা কান্নায় ভেঙে পড়েন। তাকে এক নজর দেখার জন্য শতশত মানুষ তাদের বাড়িতে ভিড় করেন। স্বপন মীর বলেন, বিমান দুর্ঘটনার খবর পেয়ে সোমবার রাতে আমার ভগ্নিপতি কুয়েত প্রবাসী বনি আমিন শেখ দেশে ফেরেন। তার তিন ছেলে মেয়ে। আমার বোন দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে উত্তরায় থাকে। সবার বড় মেয়ে ফাতেমা। ফাতেমা মাইলস্টোন স্কুল ও কলেজে তৃতীয় শ্রেণীতে পড়ত। আর ছেলে ওমর শেখ প্লে গ্রুপের শিক্ষার্থী। ফাতেমা প্লে থেকে মাইলস্টোনে ভর্তি হয়। ছেলে ওমরকে এ বছর ভর্তি করা হয়েছে। ওরা দুই ভাইবোন প্রতিদিন এক সঙ্গে স্কুলে যায়। কিন্তু সোমবার আমার ভাগ্নের জ্বর হওয়ায় ফাতেমা একা স্কুলে যায়। আমার ভাগ্নির মৃত্যু মেনে নিতে পারছি না।

তিনি বলেন, সোমবার বিমান দুর্ঘটনার খবর পেয়ে রাজধানীর সব হাসপাতালে খুঁজতে থাকি ভাগ্নিকে। কোথাও তার সন্ধান পাচ্ছিলাম না। পরে রাত ৯টার দিকে খবর পাই ফাতেমার মরদেহ সিএমএইচ হাসপাতালের মর্গে পড়ে রয়েছে। সেখানে আমরা তাকে শনাক্ত করি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার পরিবর্তে বোয়ালখালী আসনে যুক্ত হতে চায় শ্রীপুর খরণদ্বীপবাসী
পরবর্তী নিবন্ধশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে নগরে বিক্ষোভ