মৃত্যু বেড়ে ৩১, আহত ১৬৫

মাইলস্টোন ট্র্যাজেডি ।। বাতাসে পোড়া গন্ধ, ছড়িয়ে ছিটিয়ে বই-খাতা-ব্যাগ সন্তানকে খুঁজে ফিরছেন অনেক অভিভাবক

আজাদী ডেস্ক | বুধবার , ২৩ জুলাই, ২০২৫ at ৪:৪৪ পূর্বাহ্ণ

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে যুদ্ধবিমান দুর্ঘটনার একদিন পার হয়ে গেলেও বাতাসে এখনো পোড়া গন্ধ। গতকাল মঙ্গলবার সকালে ভবনটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় শিক্ষার্থীদের আধা ছেঁড়া খাতা, আধ পোড়া স্কুল ব্যাগ, পোড়া চেয়ার এবং কংক্রিটের জঞ্জাল।

বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত ও অন্তত ১৬৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ২টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আহতদের বিমানবাহিনীর হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সের সহায়তায় সম্মিলিত সামরিক হাসপাতালসহ (সিএমএইচ) নিকটস্থ বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে ৮ জন, বার্ন ইনস্টিটিউটে ৪৬ জন, ঢাকা মেডিকেলে ৩ জন, ঢাকা সিএমএইচে ২৮ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে ১৩ জন, উত্তরা আধুনিক হসপিটালে ৬০ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন, ঢাকা ইউনাইটেড হাসপাতালে দুজন ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছেন বলে জানায় আইএসপিআর। নিহতদের মধ্যে ১০ জন বার্ন ইনস্টিটিউটে, একজন ঢাকা মেডিকেলে, ১৬ জন ঢাকা সিএমএইচে, দুজন উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে, একজন উত্তরা আধুনিক হসপিটালে এবং

পূর্ববর্তী নিবন্ধফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য আরও বেশি দৃশ্যমান করতে হবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরো ৩ জনের করোনা শনাক্ত