রাঙ্গুনিয়ার পরিবর্তে বোয়ালখালী আসনে যুক্ত হতে চায় শ্রীপুর খরণদ্বীপবাসী

ত্রয়োদশ নির্বাচন ।। নির্বাচন কমিশনে সীমানা পুননির্ধারণের আবেদন

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ জুলাই, ২০২৫ at ৪:৫৭ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই চলতি সপ্তাহের মধ্যেই সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণের কাজ শেষ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে দেশের ৭৯টি আসনের সীমানা পুননির্ধারণের আবেদন জমা পড়েছে বলে নির্বাচন কমিশন থেকে জানা গেছে। চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা যায়, চট্টগ্রামের চট্টগ্রাম(রাঙ্গুনিয়া, বোয়ালখালী আংশিক) এবং চট্টগ্রাম(বোয়ালখালীচান্দগাঁও) আসনের সীমানা নির্ধারণের জন্য আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের এক কর্মকর্তা জানান, চট্টগ্রাম(রাঙ্গুনিয়া, বোয়ালখালী আংশিক) আসন থেকে বোয়ালখালী উপজেলার সর্বশেষ ইউনিয়ন ‘শ্রীপুরখরণদ্বীপ’ বের হয়ে চট্টগ্রাম(বোয়ালখালীচান্দগাঁও) আসনের সাথে যুক্ত হওয়ার জন্য নির্বাচন কমিশনে শ্রীপুরখরণদ্বীপ ইউনিয়নের বাসিন্দাদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। শ্রীপুরখরণদ্বীপ ইউনিয়নের বেশ কয়েকজন ভোটার জানান, তারা বোয়ালখালী উপজেলার বাসিন্দা। স্বাধীনতার পর থেকেই শ্রীপুরখরণদ্বীপ ইাউনিয়ন বোয়ালখালী সংসদীয় আসনের সাথে যুক্ত ছিল। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে শ্রীপুরখরণদ্বীপ ইউনিয়নকে চট্টগ্রাম৭ রাঙ্গুনিয়া সংসদীয় আসনের সাথে যুক্ত করা হয়েছে। অথচ রাঙ্গুনিয়ার সাথে এই ইউনিয়নের দূর অনেক, মাঝখানে কর্ণফুলী নদী পেরিয়ে অন্য উপজেলার সংসদীয় আসনে যুক্ত হতে শুরু থেকেই আপত্তি ছিল শ্রীপুরখরণদ্বীপ ইউনিয়নের। শ্রীপুরখরণদ্বীপসহ মোট ৯টি ইউনিয়ন নিয়ে বোয়ালখালী উপজেলা গঠিত। কিন্তু এই ইউনিয়নকে বোয়ালখালী থেকে কেটে রাঙ্গুনিয়ার সাথে যুক্ত করার ফলে বোয়াখালীতে ইউনিয়নের সংখ্যা ৮টিতে। শ্রীপুরখরণদ্বীপ ইউনিয়নের মোট আয়তন ৮,১৪৬ একর (৩২.৯৭ বর্গ কিলোমিটার)। শ্রীপুরখরণদ্বীপ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৩৭৬ জন। রাঙ্গুনিয়া সংসদীয় আসনে মোট ইউনিয়নের সংখ্যা ১৫টি। একটি পৌরসভাসহ এই ১৫ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭১৫জন। শ্রীপুরখরণদ্বীপ ইউনিয়নের ১৮ হাজার ৩৭৬জন ভোটারসহ গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ১৩ হাজার ৯১জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১০৩ টি।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই সংসদীয় আসন থেকে শ্রীপুরখরণদ্বীপ ইউনিয়নকে বাদ দিয়ে চট্টগ্রাম(বোয়ালখালীচান্দগাঁও) আসনের সাথে যুক্ত করা হলে চট্টগ্রাম৭ রাঙ্গুনিয়া সংসদীয় আসনে ভোটার সংখ্যা দাঁড়াবে ২ লাখ ৯৪ হাজার ৭১৫জন। অপরদিকে চট্টগ্রাম(বোয়ালখালীচান্দগাঁওপাঁচলাইশ) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২জন। এখানে বোয়ালখালীর ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ভোটার ১ লাখ ৮৭ হাজার ৯০২জন। চান্দগাঁও ওয়ার্ডের অংশের ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪৩ জন এবং পাঁচলাইশ ওয়ার্ডের ১ লাখ ৪৪ হাজার ৭০৭ জন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদীয় আসনের সীমানা পুর্ননির্ধারনের শুনানি শেষে শ্রীপুরখরণদ্বীপ ইউনিয়ন যদি আবার চট্টগ্রাম৮ বোয়ালখালী আসনের সাথে যুক্ত হয়তাহলে এই আসনে আরও ১৮ হাজার ৩৭৬জন ভোটার যুক্ত হবে।

এদিকে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ গত সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের কাজ আগামীকাল বা পরশুর মধ্যে সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন। পাশাপাশি খসড়া ভোটার তালিকাও এ মাসেই প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ৭৯টি আসন থেকে ছয় শতাধিক আবেদন জমা পড়েছে। সেগুলোর যাচাইবাছাই শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এরপর কারও দাবি বা আপত্তি থাকলে, তা শুনানি শেষে নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআলাওল হলের সামনে খালি বোতল নিয়ে শিক্ষার্থীদের অবস্থান
পরবর্তী নিবন্ধভাইয়ের সঙ্গে স্কুলে যেত, এখন কবরে একা ৯ বছরের ফাতেমা