টিন কেটে দোকানে চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উখিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২২ জুলাই, ২০২৫ at ১২:১০ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন জানিয়েছেন।

নিহত ব্যক্তি হলো উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজির পাড়া গ্রামের ফরিদ আলমের পুত্র রিদুয়ান রহমান (২২)। আজ মঙ্গলবার ভোরে উখিয়ার রাজাপালং ইউনিয়নের জাদিমোরা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ২১ জুলাই (সোমবার) রাতে আনুমানিক সাড়ে ৮টা থেকে ২২ জুলাই (মঙ্গলবার) সকাল সাড়ে ৬টার মধ্যে মঞ্জুর আলম (৩৮) নামক এক ব্যক্তির কাঠের দোকানে চুরি করতে আসে এক যুবক। সে দোকানের পূর্ব পাশের টিনের বেড়া কেটে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। এসময় দোকানে স্থাপিত ফুল কাটার বৈদ্যুতিক মোটর থেকে শর্ট সার্কিট হয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, নিহত ব্যক্তি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় সৈয়দ নুর হত্যাকাণ্ডের মূলহোতাসহ আটক ৩, মোটরসাইকেল উদ্ধার
পরবর্তী নিবন্ধনিহত ২৭ জনের মধ্যে ২৫টিই শিশু : ডা. সায়েদুর