কালো ব্যাজ পরে আজ মাঠে নামবেন ক্রিকেটাররা

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় বিসিবির শোক

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২২ জুলাই, ২০২৫ at ৬:১৩ পূর্বাহ্ণ

ঢাকার উত্তরায় ভয়াবহ এক বিমানদুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশে। গতকাল সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে শিশুকিশোর শিক্ষার্থীসহ অনেকে হতাহত হয়েছেন। এই ঘটনায় আজ মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিতীয় টিটোয়েন্টি। ম্যাচের দিন অর্ধনমিত রাখা হবে বাংলাদেশ বিসিবির পতাকা। ম্যাচে কালো ব্যাজ ধারণ করবেন বাংলাদেশি ক্রিকেটাররা। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইনাম জানিয়েছেন বিমান দুর্ঘটনায় নিহতআহতদের স্মরণে আমাদের দল কালো ব্যাজ পরবে। এছাড়া ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করবে দুই দল। দুই দলই ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করবে। তবে সফরকারী দল কালো ব্যাজ ধারণ করবে কি না সেটি এখনো নিশ্চিত নয়। কেননা সফরকারী দলের জন্য সেটা বাধ্যতামূলক নয়। তবে যেহেতু মানবিক ঘটনা, সেক্ষেত্রে পাকিস্তানের ক্রিকেটাররাও কালো ব্যাজ ধারণ করতে পারেন। উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শিশুকিশোর শিক্ষার্থীসহ আহতদের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে ঢাকার আকাশবাতাস। দুর্ঘটনার ভিডিও তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যে ভিডিওগুলোতে অনেকেরই রক্তাক্তপোড়া দেহ দেখা যাচ্ছে। এ ঘটনায় শোকস্তব্ধ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ঘটনার পরপরই মাইলস্টোন কলেজে হতাহতদের জন্য দোয়া চেয়ে একটি পোস্ট করেন তিনি। পরক্ষণেই আরেক পোস্টে সংবাদকর্মীদের উদ্দেশ্যে অনুরোধ জানান, যেন বাচ্চাদের রক্তাক্ত ছবিভিডিও লাইভে না দেখানো হয়। তামিম তার পোস্টে লিখেছেন, যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত। আপাতত সংবাদকর্মীদের প্রতি অনুরোধ, বিশেষ করে টিভি ও ডিজিটাল মিডিয়ার কাছে অনুরোধ, আক্রান্ত বাচ্চাদের রক্তাক্ত ও আহত অবস্থার এসব ছবিভিডিও লাইভ দেখাবেন না। দেখালেও অন্তত ঝাপসা করে দেবেন দয়া করে। ওরা আমাদের বাচ্চা। ওদের জন্য আমাদের সবটুকু প্রার্থনা। তিনি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে প্রস্তাবিত ২৫০ শয্যার হাসপাতাল নির্মাণে প্রকল্প এলাকা পরিদর্শন
পরবর্তী নিবন্ধমৃত্যুর কাছে হার মানলো মাইলস্টোনের ছাত্র রাঙামাটির উক্য চিং মারমা