মীরসরাইয়ের জোরারগঞ্জ মুহুরী সেচ প্রকল্প এলাকায় মৎস্য খামার রক্ষায় এবং সন্ত্রাস–চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্য খামার মালিক ও স্থানীয় বাসিন্দারা।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার ৫ নম্বর ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন ওচমানপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. নুরুল আবছার জসীম, মহসিন সম্রাট, শহীদুল ইসলাম, আবদুল সালাম ফোরকান, আবরার হোসেন, আব্দুর জামান অহিদ, শেখ মোহাম্মদ আবরার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বহু বছর ধরে আমরা এই এলাকায় বৈধভাবে মাছ চাষ করছি। কিন্তু সমপ্রতি একটি চক্র নিয়মিত হুমকি, চাঁদাবাজি ও হামলার মাধ্যমে আমাদের উৎখাতের চেষ্টা করছে। বক্তারা প্রশাসনের কাছে দ্রুত এসব অনিয়ম ও সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
ভুক্তভোগীরা জানান, প্রাণনাশের হুমকি, খামারে হামলা ও দখলের মতো ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে খামারিদের। গত বছরের আগস্টে বন্যায় এই এলাকার খামারিরা বিপুল পরিমাণ ক্ষতির শিকার হয়েছিলেন। সেই ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেননি। তার উপর নতুন করে সন্ত্রাস ও চাঁদাবাজির ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।