খুলশী থানা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

| মঙ্গলবার , ২২ জুলাই, ২০২৫ at ৫:৫৬ পূর্বাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর খুলশী থানা শ্রমিক দল।

গতকাল সোমবার নাসিবাদ বালিকা স্কুল থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাসিমন ভবন দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে বিভিন্ন প্রতিবাদমূলক বক্তব্য রাখেন নেতারা। এতে বক্তব্য রাখেন, খুলশী থানা জাতীয়তাবাদী শ্রমিক দল সাবেক সভাপতি মোঃ বেলাল, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হাই, মোঃ বাদশা, মোঃ ওবায়দুল হক, মোহাম্মদ ফয়েস, মোহাম্মদ মন্নান, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ জামাল, দপ্তর সম্পাদক মোহাম্মদ নাবু, মোহাম্মদ আলী, মোহাম্মদ আলমসহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবরফকলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ম্যানেজারের মৃত্যু
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগের মাঠপর্যায়ের সমীক্ষা